১৯৪২ সালে পঞ্চয়েতী প্রথা এর মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠিত হয় পড়বতী সময় ১৯৪৯ সালে বভন নির্মত হইয়া ১০ জন মেম্বার এর মোধ্য থেক এক জন চেয়ারম্যান নির্বচিত হইয়া ইউনিয়ন পরিশদটি পরিচালনা করিতেন।কাল ক্রমে গণভোটের মাধ্যমে চেয়ারম্যান মেম্বার নিবাচিত হইয়া বর্তমান পর্যন্ত গণতন্ত্র অব্যাহত রাখিয়া ইউনিয়ন পরিষদ পরিচালিত হইয়া আসিতেছে বর্তমান ইউনিয়ন পরিষদে ১ জন চেয়ারম্যান ১২ জন সদস্য/ সদস্যা ১ জন ইউনিয়ন সচিব ও ২ জন উদ্যোক্তা আছেন।বড়ইয়া ইউনিয়ন একটা সময় ছিল জীবন যাত্রার একটি কষ্টসাধ্য এলাকা। তখনকার সময় যাতায়াত করতে হত নৌকা অথবা লঞ্চযোগে। চলফেরার জন্য ছিল না কোন রাস্তাঘাট। শহরে কোন কাজের জন্য যেতে মানুষের অনেক দুভোর্গ পোহাইতে হইত। শহরে কাজের জন্য যাইতে হইত একদিন আগে। এখন হয়েছে উন্নত রাস্তাঘাট, হয়েছে নতুন নতুন কালর্ভাট। বড়ইয়া ইউনিয়নের গা ঘেষে গেছে বিষখালী নদী। এখানকার জনজীবন হয়েছে অনেক উন্নত। হয়েছে স্কুল ও কলেজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস