অদ্যকার ইংরেজী ১০-০৯-২০১৩ তারিখ রোজ মঙ্গলবার সকাল ০৯ ঘটিকার সময় ৫নং বড়ইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে অত্র পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় । সভার শুরুতেই পূর্ববর্তী সভার মন্তব্য পাঠ করে শুনানো হয় এবং কোন সংশোধনী না থাকায় উহা সর্ব সম্মতি ক্রমে অনুমোদিত হয় ।
সভায় ২নং আলোচ্যসূচীঃ চেয়ারম্যান সাহেব সভাকে অবহিত করেন যে, ২০১৩-২০১৪ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ( টি আর)প্রকল্প বাস্তবায়নের জন্য ১৩ (তের) মেঃ টন গম / চাল বরাদ্দ পাওয়া গিয়াছে ।জরুরীভাবে প্রকল্প গ্রহণ করা আবশ্যক । প্রকল্প গ্রহণের নিমিত্তে বিস্তারিত আলাপ আলোচনান্তে সর্ব সম্মতি ক্রমে নিন্ম লিখিত প্রকল্প সমূহ গ্রহণ করা হয় । এবং নির্ধারিত ফরমে প্রকল্প বাস্তবায়ন কমিটি দাখিলের সিদ্বান্ত গৃহীত হয়।
ক্রমিক নং | প্রকল্পের নাম | বরাদ্দ |
০১। | বড়ইয়া শাহ্ আলম হাং এর বাড়ী হইতে মোঃ আমির হোসেনের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত । | ২মেঃ টন |
০২। | ভাতকাঠী মোল্লা বাড়ীর পুল হইতে শরীফ বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত । | ২মেঃ টন |
০৩। | দক্ষিন বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ দিয়া রাস্তা মেরামত । | ২মেঃ টন |
০৪। | আদাখোলা এমাদুল তালুকদারের বাড়ীর জামে মসজিদ সংস্কার । | ২মেঃ টন |
০৫। | বড়ইয়া ভূপেশ শিকদারের বাড়ী হইতে রতন খানের বাড়ী পর্যন্ত মাঠের রাস্তা মেরামত | ২মেঃ টন |
০৬। | নিজামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট । | ২মেঃ টন |
০৭। | চল্লিশকাহনিয়া মাদ্রাসার পুকুর সংস্কার । | ১মেঃ টন |
......................................................................................................................................................
অতঃপর বিবিধ আলোচনান্তে সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে অদ্যকার সভার সমাপ্তি ঘোষণা করেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস